Wednesday , July 9 2025

ভারতে এবার গরু বাঁচাতে তলোয়ার কেনার আহ্বান

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বি সরস্বতী এ আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার গরু বাঁচাতে তলোয়ার কেনার আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বি সরস্বতী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভিএইচপি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্মার্টফোন ইত্যাদির পেছনে গাদাগাদা টাকা খরচ না করে সকলে একটি করে তলোয়ার কিনুন। তাতে গরুর বংশ রক্ষা হবে। শত্রুর নজর থেকে বাঁচবে নিজের পরিবারও।’

সাধ্বি সরস্বতী আরও বলেন, ‘যাঁরা স্মার্টফোন কেনার জন্য লাখ লাখ টাকা নষ্ট করছেন, তারা গরু রক্ষার জন্য অনায়াসে অস্ত্র কিনে ঘরে রাখতে পারেন। এতে আমাদের ‘গো মাতা’-কে কসাইখানায় যাওয়া থেকে রোখা যাবে।’

কর্নাটকের উদুপি জেলায় ভিএইচপি’র অনুষ্ঠানে সাধ্বি আরও দাবি করেন, তার জন্ম হয়েছে গোয়ালঘরে। তার কর্তব্য গরুদের কসাইখানায় যাওয়া থেকে আটকানো।

তিনি বলেন, ‘যে দিন আমার জন্ম হয়, সে দিন থেকেই আমার জীবনে দু’টি উদ্দেশ্য। প্রথমত, রামের মন্দির নির্মাণ এবং ভারতে গরু জবাই বন্ধ করা।

আর তাই তিনি নিজের ভাষণে মানুষকে তলোয়ার কেনার পরামর্শ দিয়েছেন। যদিও গো-রক্ষায় হাতে হাতে অস্ত্রশস্ত্র রাখা কতটা আইনসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্র: আনন্দবাজার

This post has already been read 4938 times!

Check Also

বাকৃবিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পরিচালিত ‘ব্রহ্মপুত্র নদে মাইক্রোপ্লাস্টিক দূষণ: …