Tuesday 16th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / বরিশালে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদনের ওপর কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদনের ওপর কর্মশালা অনুষ্ঠিত

Published at সেপ্টেম্বর ২৭, ২০২১

বরিশালে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদনের ওপর কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা সোমবার (২৭ সেপ্টেম্বর) নগরীর ব্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন এটিআই’র অধ্যক্ষ হৃদয়েশ্বর দত্ত এবং এসসিএ’র  আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার  চিন্ময় রায়।

পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন,  প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. ফ. ম. মাহবুবুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার অতিরিক্ত উপপরিচালক এস এম বদরুল আলম, বরিশালের অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এ এফ এম শাহাবুদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাজি উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ডাল-তেল-মসলার আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য এ প্রকল্পের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাই এ জাতীয় ফসলের আবাদ বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন বীজের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ব্যবস্থাপনা। আর তা বাস্তবায়নের মাধ্যমে কৃষক পর্যায়ে বীজপ্রাপ্তি নিশ্চিত হবে।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বারি, ব্রি, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি, বিনা, এসআরডিআই, এটিআই, হর্টিকালচার সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিসহ ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

This post has already been read 2707 times!