Thursday 25th of April 2024
Home / শিক্ষাঙ্গন / প্রফেসর ড.আবু হেনা ‘ভেট সোসাইটি অব পাবনা’র সভাপতি

প্রফেসর ড.আবু হেনা ‘ভেট সোসাইটি অব পাবনা’র সভাপতি

Published at সেপ্টেম্বর ২৫, ২০২১

সিকৃবি সংবাদদাতা :  দেশের  ভেটেরিনারি খাতের উন্নয়নের লক্ষ্যে পাবনা জেলার ভেটেরিনারিয়ানরা প্রথম বারের মতো গঠন করলেন ‘ভেট সোসাইটি অব পাবনা’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড.আবু হেনা মোস্তফা কামালকে সভাপতি করে ৬৭ সদস্যদের কার্যকরী কমিটি  গঠন করা হয়েছে।

প্রফেসর ড.হেনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন  করেন।কর্মজীবনে তিনি সিলেট সরকারি ভেটেরিনারি  কলেজের অধ্যক্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন,বিভাগীয় চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেন।

This post has already been read 2376 times!