Sunday , June 15 2025

বরিশালে বিসিআইসির বাফার গোডাউন পরিদর্শন করলেন ডিএইর পরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি)বাফার গোডাউন পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক একেএম মনিরুল আলম। তিনি আজ (সোমবার, ২০ সেপ্টেম্বর) নগরীর বান্দ রোডে রাসায়নিক সারের মজুদ, উত্তোলন এবং সার্বিক অবস্থা প্রত্যক্ষ করেন। এ সময় ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, সময়মত সার উত্তোলন করে তা অবশ্যই সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। সারের ক্ষেত্রে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয়। এমন পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালিন সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএইর অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাবিনা ইয়াসমিন, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার মো. ফাহিমা হক, মেট্টোপলিটন কৃষি অফিসার সোমা রানী দাস প্রমুখ। পরে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি)সারের গুদাম পরিদর্শন করেন।

 

 

This post has already been read 3600 times!

Check Also

বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশাল মেট্টোপলিটন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের …