Friday , June 20 2025

খুবিতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক আইসিইসিআইটি সম্মেলন মঙ্গলবার

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : খুলনা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের আয়োজনে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আইসিইসিআইটি-২০২১ তথা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি শীর্ষক ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের ১৬টি দেশ এবং বাংলাদেশের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ সম্মেলন সফল করতে ইতোমধ্যে ১৬ সদস্যের একটি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিফ প্যাট্রন ও উপ-উপাচার্যকে প্যাট্রন করে ১১ সদস্যের একটি অর্গানাইজিং কমিটি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদিরকে সভাপতি করে ৬ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান আইইইই বাংলাদেশ শাখা এই আন্তর্জাতিক সম্মেলনের টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে কাজ করছে।

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের আইসিটি-ইসিই শিক্ষা ও গবেষণা খাতে ভূমিকা পালন, ইন্ডাস্ট্রি-বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকতর সংযোগ সাধন ও কোলাবরেটিভ কার্যক্রম গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উদ্ভাবনা ইন্ডাস্ট্রিজে প্রায়োগিকতার মাধ্যমে এ খাতের অভীষ্ট অর্জন এবং বিশ্বের আইসিটি সংশ্লিষ্ট গবেষকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়, নতুন নতুন ধারণা ও তথ্য আদান-প্রদান এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

মঙ্গলবার সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হবে। সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে বেলা ১১টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন।

এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা বেগম, জাপানের ইয়ামানশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাশানোরি হানাওয়া এবং আইইইই’র নবনির্বাচিত সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (চুয়েট) প্রফেসর ড. মশিউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন খুবির ইসিই ডিসিপ্লিনের শিক্ষক ও অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন অর্গানাইজিং কমিটির সদস্য-সচিব খুবির ইসিই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান।

This post has already been read 4643 times!

Check Also

সিকৃবির প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. মো. ইকবাল হোসেনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর এবং বর্তমান সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. ইকবাল …