Tuesday 19th of March 2024
Home / পোলট্রি / লকডাউনে পোলট্রি পণ্য পরিবহন ও সরবরাহে যা যা করতে হবে

লকডাউনে পোলট্রি পণ্য পরিবহন ও সরবরাহে যা যা করতে হবে

Published at এপ্রিল ১৫, ২০২১

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: চলমান লকডাউন পরিস্থিতিতে পোলট্রি পণ্য যেমন- ডিম, মুরগি, একদিন বয়সী মুরগির বাচ্চা, ফিড, ফিড তৈরিতে ব্যবহৃত কাঁচামাল, প্রসেসড ও ফারদার প্রসেসড ইত্যাদি পরিবহন ও সরবরাহে যেসব উপায় অবলম্বন করবেন:

  • ডিম, মুরগি, একদিন বয়সী মুরগির বাচ্চা, ফিড, ফিড তৈরিতে ব্যবহৃত কাঁচামাল, প্রসেসড ও ফারদার প্রসেসড পোল্ট্রি প্রোডাক্টস, ইত্যাদি পরিবহনকারি যানবাহনের সামনে “জরুরি খাদ্য পরিবহনের কাজে নিয়োজিত” অথবা “জরুরি খাদ্য ও পোল্ট্রি পণ্য পরিবহনের কাজে নিয়োজিত” ব্যানার লাগানোর ব্যবস্থা করুন।
  • ব্যানার তৈরি করা সম্ভব না হলে এ ধরনের বার্তা সম্বলিত দৃশ্যমান লেখা গাড়ির একাধিক স্থানে/চতুর্দিকে লাগানোর ব্যবস্থা করুন।
  • ‘মন্ত্রি পরিষদ বিভাগ’ এবং ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ কর্তৃক ইস্যুকৃত সার্কুলারের কপি গাড়িতে রাখুন।
  • সেই সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো সঙ্গে রাখুন।
  • মাল ডেলিভারি শেষে ফিরে যাওয়ার পথে ঝামেলা এড়াতে, গাড়িগুলো যে পোল্ট্রি পণ্য সরবরাহের কাজে নিয়োজিত- এমন ডকুমেন্ট গাড়ির ড্রাইভারের কাছে সরবরাহ করুন।
  • অফিসে যোগদানকারি কর্মকর্তা-কর্মচারিগণ ডিএমপি’র ‘মুভমেন্ট অ্যাপস’ থেকে মুভমেন্ট পাস অবশ্যই সংগ্রহ করুন।
  • পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টদের সহায়তার জন্য বিপিআইসিসি’র সেবা কার্যক্রম চালু রয়েছে।
  • উৎপাদন, পরিবহন কিংবা বিপননে জটিলতার সম্মুখীন হলে নিম্নলিখিত ইমেইল নম্বরে বা হোয়াটস অ্যাপ নম্বরে বিস্তারিত লিখে পাঠান।

হোয়াটস অ্যাপ:   01911316978    Email: bpicc.poultry@gmail.com, md.sazzad.hossain@gmail.com

সচেতনতায় : বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)

This post has already been read 4236 times!