Thursday , May 1 2025

চট্টগ্রামে এজি এগ্রোর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর উদ্যোগে চট্টগ্রাম ফয়স’ লেক এ শনিবার (১৩ মার্চ) আয়োজিত হয়েছে বিভাগীয় ডিলার সম্মেলন ২০২০। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: আবুল কালাম আজাদ প্রাণিসম্পদ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: মোহাম্মদ রেয়াজুল হক , জেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা চট্টগ্রাম, মিসেস ফারহানা লাভলী  জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম এবং সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কৃষিবিদ মো. লুৎফর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ ।

চট্টগ্রাম থেকে আগত ২০০ পরিবেশকবৃন্দনিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ডিলার সম্মেলন সমাপ্তি হয়।

উল্লেখ্য, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১১ সাল থেকে মান সম্পন্ন এক দিনের মুরগীর বাচ্চা, মাছ-মুরগী ও গবাদী পশুর খাবার উৎপাদন করে আসছে। যা খামারী পর্যায়ে প্রানীজ প্রোটিন উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।

This post has already been read 4164 times!

Check Also

বাংলাদেশে পেট ভ্যাকসিনের নতুন দিগন্ত: এ সি আই লিমিটেড ও বিওভেটার চুক্তি

এগ্রিনিউজ২৪.কম: বাংলাদেশে প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এ সি আই লিমিটেড এবং …