Thursday , July 3 2025

প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিক-এর মৃত্যুতে সিকৃবি সাদাদলের শোক

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিক-এর অকাল মৃত্যুতে সিকৃবি সাদাদল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ (রবিবার) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় বলেন, প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিক ছিলেন একজন শিক্ষাবিদ, খ্যাতনামা অনুজীব বিজ্ঞানী, গবেষক ও গঠনমূলক পর্যালোচক। তিনি অনুষদীয় ডিন, অর্থ পরিচালক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বপালনকালে সততা, দক্ষতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত রেখেছেন। তাঁর মৃত্যুতে সিকৃবি একজন অভিভাবককে হারালেন। তাঁর ক্ষতি অপূরণীয়।

This post has already been read 6487 times!

Check Also

বাকৃবিতে নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) …