শনিবার , জুলাই ২৭ ২০২৪

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’-এর জন্য আবেদন জমা পড়েছে ১৯১টি

নিজস্ব প্রতিবেদক: ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’-এর জন্য ৭টি ক্যাটাগরিতে মোট ১৯১টি আবেদন শিল্প মন্ত্রণালয়ে জমা পড়েছে। এর মধ্য বৃহৎ শিল্পে ৭১টি, মাঝারি শিল্পে ৪৭টি, ক্ষুদ্র শিল্পে ২৫টি, মাইক্রো শিল্পে ২১টি, হাইটেক শিল্পে ৬টি, কুটির শিল্পে ৮টি এবং হস্ত ও কারু শিল্পে ১৩টি আবেদন এসেছে। ৭টি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের মাঝে মোট ২১টি পুরস্কার প্রদান করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। শিল্প সচিব মো. আবদুল হালিম -এর সভাপতিত্বে সভায় পুরস্কার প্রদানের সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

সভায় শিল্প সচিব আবেদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের মনোনীত করতে বিভিন্ন সংস্থা হতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহসহ এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচীতে অন্তর্ভুক্ত কার্যক্রম হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ প্রবর্তন করেছে শিল্প মন্ত্রণালয়।

This post has already been read 3001 times!

Check Also

বারিতে “প্রোগ্রামভিত্তিক গবেষণা কার্যক্রম গ্রহণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর গবেষণা উইং এর আয়োজনে (১০ জুলাই) ইনস্টিটিউটের …