Thursday 28th of March 2024
Home / খাদ্য-পুষ্টি-স্বাস্থ্য / কমলার ফেলে দেওয়া খোসার রয়েছে নানান গুনাগুন

কমলার ফেলে দেওয়া খোসার রয়েছে নানান গুনাগুন

Published at জানুয়ারি ১২, ২০২০

কমলার ফেলে দেওয়া খোসার ও রয়েছে নানান গুনাগুন

কামলার খোসা হজমের সমস্যা ও পেটের অস্বস্তি দূর করে।
ক্ষুধামন্দা দূর করে।
বমি বমি ভাব দূর করতে এর জুরি নাই।
 দাঁত সাদা করে
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

কাজেই প্রতিদিন সকালে ১ চা চামচ পরিমান মধুর সাথে খেতে পারেন অথবা ফ্রুটস সালাদে যোগ করতে পারেন এই খোসা। এমনকি চায়ের সাথেও যোগ করে নিতে পারেই কমলার খোসা।

  • পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা।

This post has already been read 2526 times!