Wednesday 24th of April 2024
Home / অন্যান্য / বাংলাদেশ কৃষিজ লোক-সাংস্কৃতিক পরিষদের বিজয়ের সুরে নবান্ন বরণ

বাংলাদেশ কৃষিজ লোক-সাংস্কৃতিক পরিষদের বিজয়ের সুরে নবান্ন বরণ

Published at ডিসেম্বর ১৫, ২০১৯

রনি: পিঠা প্রদর্শনী, আলোচনা সভা ও লোক-সাংস্কৃতিক সংগীত অনুষ্ঠানের মাধ্যমে নবান্ন বরণ করেছে বাংলাদেশ কৃষিজ লোক সাংস্কৃতিক পরিষদ পাবনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পাবনা কৃষি তথ্য সার্ভিস চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মো. আজাহার আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সভাপতি নাদিরা ইয়াসমিন জলি।

বিশেষ অতিথি কবীর মাহমুদ জেলা প্রশাসক পাবনা, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস চেয়ারম্যান  মাহাতাব ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি(প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়), সৈয়দা নিলুফার কাদেরী অনন্য সমাজ কল্যাণ সংস্থা, রুহুল আমিন বিশ্বাস (রানা) চেয়ারম্যান রানা প্রপার্টিজ এন্ড ডেভোলেপার্স লি.।

বিকাল সাড়ে তিনটা থেকে পিঠা প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা সভা ও রাতব্যাপী লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ কৃষিজ লোক সাংস্কৃতিক পরিষদ এর আহবায়ক তমাল তরু, সদস্য সচিব র ই রনি, রহমতুল্লাহ দোলন,আশিষ মাহমুদ, নাসির, সোহান, শিরণ, শাওন, আকাশ, ফারহান, পাপ্পু, সাইমন, তারেক, মানিক, শামীম, মিঠু, সাগর, রেজাউল, চন্দন, বাপ্পি ও জিসান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

This post has already been read 2274 times!