Thursday , August 21 2025

ডিসেম্বরের শেষে শৈত্য প্রবাহ ও নিম্নচাপের আশঙ্কা

প্রতীকি ছবি

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে (১-২) টি মৃদু (০৮-১০°সেঃ) /মাঝারি (০৬-০৮°সেঃ) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এ মাসে বঙ্গোপসাগরের ১টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্ন চাপে পরিনত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্যমতে, ডিসেম্বর মাসে মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টি পাত হতে পারে। এ মাসের প্রথমার্থে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে কিন্তু মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকতে পারে। মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ নদী অববাহিকায় ঘন/মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি/হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।

এ মাসে প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে এবং দেশের কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ডিসেম্বর মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৫০-৩.৫০ মি.মি. এবং গড় সূর্য কিরণ ৬.৫০-৭.৫০ ঘন্টা থাকতে পারে।

This post has already been read 6499 times!

Check Also

টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি- পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান …