Saturday 20th of April 2024
Home / শিক্ষাঙ্গন / জেনে নিন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফলাফল

জেনে নিন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফলাফল

Published at ডিসেম্বর ৪, ২০১৯

মো. আরিফুল ইসলাম (বাকৃবি) : দেশে প্রথমবারের মত দেশের সাতটি কৃষি ও কৃষি বিষয়ক বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি স্নাতক প্রথমবর্ষ (লেভেল-১, সেমিস্টার-১) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ১৭৬.৭৫ এবং সর্বনিম্ন ১৫০.২৫। অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ১৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য https://admission-agri.org/results.php (লিংকে ক্লিক করুন) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার ৩৫ হাজার ৯ শ’ ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৪শ’ ৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৩০ নভেম্বর (শনিবার) সকাল ১১ টার দিকে দেশের ৬টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় ৬৫.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কমিটি।

এবার ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৭২ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৯৮২ জনকে এসএসসি ও এইচএসসি বা সমমান জিপিএ এর ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়।

ইউজিসি সদস্য ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবি প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ উপস্থিত ছিলেন।

This post has already been read 2420 times!