শনিবার , জুলাই ২৭ ২০২৪

বাকৃবিতে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘ফলাফল ভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম’ শীর্ষক এক কর্মশালা বুধবার (২০ নভেম্বর) কৃষি অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মনোরঞ্জন দাস -এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান এবং ডীন কাউন্সিলের আহবায়ক ও কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. জহির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে কোর্স কারিকুলাম আপডেট করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। মাদক, দূর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।

কোর্স কারিকুলমের ওপর বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের প্রফেসর ড. এম মোজাহার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুনগত মানবৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী কোর্স কারিকুলাম প্রনয়নে এই কর্মশালা ভূমিকা রাখবে বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. হারুন অর রশীদ

This post has already been read 3035 times!

Check Also

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সিকৃবি শিক্ষক ও কর্মকর্তাদের কর্মবিরতি

সিকৃবি সংবাদদাতা: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের …