শুক্রবার , জুলাই ২৬ ২০২৪

ডা. সেলিম কায়সার (তুহিন) -এর মৃত্যুতে ভেটেরিনারিয়ানদের মাঝে শোকের ছায়া

ডা. সেলিম কায়সার (তুহিন)

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডা. সেলিম কায়সার (তুহিন) এর মৃত্যুতে দেশের ভেটেরিনারি পেশাজীবী এবং পরিচিতদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তাঁর আকস্মিক মৃত্যু অনেকের মেনে নিতে কস্ট হচ্ছে। ডা. তুহিন আজ (বুধবার) সকালে ল্যাব এইড হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ভেটেনারিয়ানদের সংগঠন ‘দি ভেট এক্সিকিউটিভ’, বিভিএ, ভেট-৯৬ এর পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ বাদ আছর বিভিএ চত্বর,ডিএলএস,খামার বাড়ী,ঢাকায় উনার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। ভেটেনারিয়ানদের সংগঠনগুলোর পক্ষ থেকে আগামীকাল বাদ মাগরিব ঢাকার খামারবাড়ীস্থ বিভিএ চত্বরে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ডা. সেলিম কায়সার (তুহিন) পপুলার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড –এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও দি ভেট এক্সিকিউটিভ -এর সোশ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলেন।

This post has already been read 4144 times!

Check Also

বারিতে “প্রোগ্রামভিত্তিক গবেষণা কার্যক্রম গ্রহণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর গবেষণা উইং এর আয়োজনে (১০ জুলাই) ইনস্টিটিউটের …