Friday 31st of March 2023
Home / পরিবেশ ও জলবায়ু / মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত!

মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত!

Published at নভেম্বর ৯, ২০১৯

নিজস্ব সংবাদদাতা: দেশের মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। শনিবার (৯ নভেম্বর) সকালে অধিদপ্তরের বিশেষ বুলেটিনে উক্ত মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও চট্রগ্রাম বন্দরকে ০৯ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল আজ (৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ- খুলনা উপকূল( সুন্দর বনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রম কালে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ১০০-১২০কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে ঘূর্ণিঝড় ও জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ঝালকাঠি ও খুলনা জেলার অদূরবর্তী চর ও দ্বীপ সমূহ ৫-৭ ফুট জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

This post has already been read 2788 times!