Sunday 3rd of December 2023
Home / অন্যান্য / রুয়েট শিক্ষক লাঞ্ছনায় পবিপ্রবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

রুয়েট শিক্ষক লাঞ্ছনায় পবিপ্রবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Published at আগস্ট ১৮, ২০১৯

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল ইসলামের উপর বখাটেদের হামলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রবিবার (১৮ আগষ্ট) পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. আবুল কাসেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, ১০ আগষ্ট রুয়েট শিক্ষক মো. রাশিদুল ইসলামের স্ত্রীকে বখাটেরা উত্যক্ত করেন এবং তিনি প্রতিবাদ করায় তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। উক্ত ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা এবং জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পবিপ্রবি শিক্ষক সমিতি।

This post has already been read 2264 times!