Tuesday 23rd of April 2024
Home / অন্যান্য / পাবনা কৃষি তথ্য সার্ভিসে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

পাবনা কৃষি তথ্য সার্ভিসে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

Published at আগস্ট ১৫, ২০১৯

আজ ১৫ আগস্ট এক ভাব-গম্ভীর পরিবেশে পাবনার সকল সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান এবং বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,শোক র‌্যালী, আলোচনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস তাদের লোকবল নিয়ে এ সকল কর্মসূচী যথাযথ ভাবে পালন করেন। পরে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী মিলে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনার্থে মহান নেতার জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শনের ওপর এক আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মো. এমদাদুল হক, মো. জুলফিকার আলী ও আশিষ তরফদার। অডিও ভিস্যুয়াল ইউনিট অপারেটর যাথাক্রমে মো. আব্দুর রহমান, সেলিম হোসেন, প্রকল্পের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ রানা এবং অফিস সহায়ক মো. শাহিদুল ইসলাম, মিল্টন আহম্মেদ ও জান্নাত হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের প্রাক্তন কর্মকর্তা এটিএম ফজলুল করিম।

This post has already been read 1740 times!