Wednesday , September 3 2025

সর্জান পদ্ধতিতে ফল-সবজির সাথে করা যায় মাছের চাষ

নাহিদ বিন রফিক (বরিশাল): সর্জান পদ্ধতিতে ফল-সবজির সাথে করা যায় মাছের চাষ। যেসব নিচু জমিতে ফসল আবাদে অন্তরায়, সেখানে উঁচু আকারের কান্দি তৈরি করে সারাবছর শস্য উৎপাদন সম্ভব। এ পদ্ধতিতে বেডে থাকবে সবজি কিংবা ফল আর নালায় থাকবে ছোট জাতীয় মাছ। উন্নত জাত, সুষম সার এবং সঠিক পরিচর্যার অনুসরণ করলে লাভও হবে আশানুরূপ। রবিবার (২৮ জুলাই) বরিশালের রহমতপুরস্থ আরএআরএস সম্মেলনকক্ষে সর্জান পদ্ধতিতে বছরব্যাপি সবজি-ফল-মাছ উৎপাদনের ওপর কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক ড. মো. আব্দুল ওহাব এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারির সদর দপ্তরের সিএসও ড. রীনা রানী সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান প্রমুখ।

রাজস্ব খাতে গবেষণা ও উদ্ভাবনীর জন্য বিশেষ বরাদ্দ তহবিলের আওতাধীন এ প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 6176 times!

Check Also

উন্নয়নশীল দেশে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে …