শনিবার , জুলাই ২৭ ২০২৪

পবিপ্রবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বিতর্ক প্রতিযোগীতা

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রীতি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। বির্তকের বিষয় ছিলো ”১৯ বছরে পবিপ্রবি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে”। ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রাথমিক বাছাইয়ে পক্ষ ও বিপক্ষ দল নির্বাচন করা হয়। ডিবেটিং সোসাইটির সভাপতি রেজওয়ান হিমেলের সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক মো. জাহিদ হাসান, সহকারী অধ্যাপক নওরোজ জাহান লিপি, সহকারী অধ্যাপক শাহীন হোসেন এবং সিএসই অনুষদের সহকারী অধ্যাপক মো. নাঈমুর রহমান।

উক্ত বির্তক প্রতিযোগীতার মাধ্যমে ১৯ বছরে পথ চলায় বিশ্ববিদ্যালয়ের নানা ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো উঠে আসে। সভাপতি ও বিচারক মন্ডলীদের সিদ্ধান্তক্রমে প্রীতি বিতর্ক প্রতিযোগীতায় দুই দলকেই জয়ী ঘোষনা করা হয় এবং বিজয়ীদের মাঝে বিচারক মন্ডলীরা সনদপত্র ও পুরষ্কার তুলে দেন।

 

This post has already been read 3001 times!

Check Also

বারিতে “প্রোগ্রামভিত্তিক গবেষণা কার্যক্রম গ্রহণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর গবেষণা উইং এর আয়োজনে (১০ জুলাই) ইনস্টিটিউটের …