Saturday , June 21 2025

বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার শীর্ষক দু’দিনের কৃষক প্রশিক্ষণ শনিবার (২২ জুন) নগরীর সাগরদিস্থ এআইএস’র আইসিটিল্যাবে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম।

তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে দরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার। তা হতে হবে উন্নত বীজ, সুষম সার, রোগপোকা নিয়ন্ত্রণ কিংবা যান্ত্রিকীকরণের মাধ্যমে। বর্তমান সরকার কৃষিবান্ধব। কোনো কোনো ক্ষেত্রে ফসলের দাম কিছুটা হ্রাস পেয়ে থাকে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা কৃষি উপকরণের মূল্য কমিয়ে তা ভারসাম্য আনা হয়। এতে কৃষকের খুশি, তেমনি ভোক্তাও থাকেন সন্তুষ্ট। কৃষি তথ্য সার্ভিস আয়োজিত (এআইএস) এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিএই, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, হিজলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. রেজাউল আলম স্বপন প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন এআইসিসিসদস্য অংশগ্রহণ করেন।

This post has already been read 4424 times!

Check Also

হাঁটা এবং সাইকেল বান্ধব সড়ক তৈরিতে তরুণ পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ২৩ মে হাঁটা এবং সাইকেল বান্ধব সড়ক তৈরিতে তরুণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব …