Wednesday 1st of May 2024
Home / সোনালী আঁশ / বাংলাদেশি পাট পণ্যের ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক আরোপ

বাংলাদেশি পাট পণ্যের ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক আরোপ

Published at জুন ২০, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পাট থেকে তৈরি চটের বস্তার উপর এন্টি-ডাম্পি শুল্ক আরোপ করেছে ভারত। সূত্রেমতে, ১৮ জুন থেকে এই আইন কার্যকর করা হয়েছে এবং পাঁচ বছর তা কার্যকর থাকবে। পশ্চিম বঙ্গের মুমূর্ষু পাট খাতকে বাঁচাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা দাবি করছেন।

দীর্ঘদিন ধরে পাট শিল্পের সঙ্গে জড়িত সঞ্জয় কাজারিয়া বলেন, ভারতের পাট খাতকে বাঁচাতে আমরা অনেক দিন ধরে বাংলাদেশী পাটের তৈরি চটের উপর এন্টি-ডাম্পিং শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আমাদের দাবী পূরণ হয়েছে। পাটজাত পণ্যের বড় অংশ হলো পাটের তৈরি বস্তা। এখন বাংলাদেশী পাটের তৈরি চট বা বস্তার ওপর টনপ্রতি ১২৫.২১ ডলার থেকে ১৩৮.৯৭ ডলার এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে।

This post has already been read 4782 times!