Thursday 30th of March 2023
Home / অন্যান্য / ব্রিতে কৃষিতত্ত্ব বিভাগের মিডটার্ম রিভিউ কর্মশালা

ব্রিতে কৃষিতত্ত্ব বিভাগের মিডটার্ম রিভিউ কর্মশালা

Published at জুন ১৯, ২০১৯

এম আব্দুল মোমিন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর কৃষিতত্ত্ব বিভাগের উন্নয়ন এবং গবেষণা শক্তিশালীকরণ কর্মসূচির মিডটার্ম রিভিউ কর্মশালা গত মঙ্গলবার ব্রির প্রশিক্ষণ ভবনের ভিআইপি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। কর্মশালায় ব্রির পরিচালক গবেষণা ড. তমাল লতা আদিত্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক প্রশাসন ড. মো. আনছার আলী ও কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিরুল ইসলাম।

কর্মশালায় কৃষিতত্ত্ব বিভাগের উন্নয়ন এবং গবেষণা শক্তিশালীকরণ কর্মসূচির মিডটার্ম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন কর্মসূচির পরিচালক ও কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শহীদুল ইসলাম।

This post has already been read 1284 times!