Wednesday 29th of March 2023
Home / অন্যান্য / বাকৃবিতে ১০ দিনের ইদের ছুটি ঘোষণা

বাকৃবিতে ১০ দিনের ইদের ছুটি ঘোষণা

Published at মে ২৮, ২০১৯

মো. আরিফুল ইসলাম (বাকৃবি) : পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ইদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মে শুক্রবার থেকে ৯ জুন রবিবার পর্যন্ত ১০ দিনের ক্লাস ও অফিসসমূহের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস ও অফিসসমূহের ছুটি থাকলেও নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ে হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন ও ঈদের পরদিন বন্ধ থাকবে।

এছাড়া খামার ব্যবস্থ্পানা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার, কৃষিতত্ত্ব ল্যবরেটরি, উদ্যানতত্ত্ব খামার, ফিশ ফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কসপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনিারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, পানি সরবরাহশাখা, যন্ত্র সংরক্ষণ শাখা এবং স্বাস্থ্য প্রতিষেধক শাখা নূন্যতম সংখ্যক কর্মচারি সাহয্যে চালু থাকবে। এদিকে ছুটির সময় বিশ্ববিদ্যলয়ের আবাসিক হলগুলো আট দিন বন্ধ থাকবে।

This post has already been read 1391 times!