Friday , September 19 2025

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উপলক্ষে যাত্রাপালা

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ-১৪২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়স্থ মুক্তধারা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যাত্রাপালা “বেদের মেয়ে জোসনা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ যাত্রাপালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি হেলথ বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র সেনের সম্পাদনায় এবং মাষ্টার্সের শিক্ষার্থী দোলন সরকারের নির্দেশনায় বাংলা নাট্য সাহিত্যের প্রাচীনতম স্বতন্ত্রধারা যাত্রা শিল্পের শুদ্ধতা পুনরুদ্ধারে উক্ত সংগঠনের পঞ্চম আয়োজন এ যাত্রাপালা।

বিদেশী অপসংস্কৃতির প্রভাব থেকে দেশীয় সংস্কৃতি রক্ষা করা এবং সুষ্ঠু চর্চার মাধ্যমে বাঙালির নিজস্ব লোক সংস্কৃতির বিকাশ করা এবং মূলত বাঙালি সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এ যাত্রাপালার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। যাত্রাপালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্টি বিভাগের সহকারী অধ্যাপক সুজন কান্তি মালি, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন হোসেন। উক্ত যাত্রাপালায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং প্বার্শবর্তী এলাকার লোকজন সহ প্রায় কয়েক হাজার দর্শনার্থী।

This post has already been read 6540 times!

Check Also

ফরিদপুর জেলা কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  …