শনিবার , জুলাই ২৭ ২০২৪

কৃষি প্রকৃতির ওপর নির্ভরশীল

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি প্রকৃতির ওপর নির্ভরশীল। অনুকূল আবহাওয়ার ফলে ফসল যেমন কাঙ্ক্ষিত হয়, তেমনি বৈরী পরিস্থিতিতে বিপদগ্রস্থ হতে পারে। যেহেতু প্রকৃতির এ বিরূপ অবস্থার কারণ আমরাই। তাই এর সমাধান আমাদেরই করতে হবে। আর এ জন্য প্রয়োজন আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের সময়মতো জানানো। তাহলে অনুকূল অবস্থায় সর্বোত্তম ব্যবহার হবে। পাশাপাশি প্রতিকূল পরিবেশেও সম্ভব হবে ক্ষতির হাত থেকে ফসলকে রক্ষা করা। বৃহস্পতিবার ( ১৪ মার্চ) বরিশাল নগরীর  ব্রি সম্মেলনকক্ষে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প আয়োজিত দিনব্যাপি এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক  মো. আরশেদ আলী এসব কথা বলেন।

ডিএই, ভোলার উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট মো. গোলাম মারুফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিএই; আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম, পিরোজপুরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, বরিশালের উপ-পরিচালক হরিদাস শিকারী, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার আবদুল অদুদ খান, বরগুনার জেলা বীজ প্রত্যয়ন অফিসার আবুল কাশেম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিএই, ঝালকাঠির অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম।

কর্মশালায় আবহাওয়া অধিদপ্তরসহ কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১শ’জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2656 times!

Check Also

বারিতে “প্রোগ্রামভিত্তিক গবেষণা কার্যক্রম গ্রহণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর গবেষণা উইং এর আয়োজনে (১০ জুলাই) ইনস্টিটিউটের …