Monday , July 14 2025

ভেট ডক্টরস এসোসিয়েশন এর উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু (ঝিনাইদহ): রবিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদার সাথে সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস-২০১৮। সারাদেশের সাথে একাত্বতা প্রকাশ করে সবার সাথে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে ভেট ডক্টরস এসোসিয়েশনও (ভিডিএ), ঝিনাইদহ এর উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে সকাল ৯ টায় ঝিনাইদহের কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মুজিব চত্তরে ঘুরে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ), খুলনা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেট ডক্টরস এসোসিয়েশন (ভিডিএ) ঝিনাইদহ এর সদস্য সচিব ডা. মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু, ভিডিএ এর সদস্য ডা. মো. গোলজার হোসেন, ডা. ফারহান রফিক নিকো, ডা. আনন্দ প্রসাদ সাহা, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি বৃন্দসহ আরো অনেকে।

This post has already been read 5052 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …