Saturday 27th of April 2024
Home / অন্যান্য / পদ্মা সেতু আর দেশের উন্নয়ন এক সূত্রে গাঁথা

পদ্মা সেতু আর দেশের উন্নয়ন এক সূত্রে গাঁথা

Published at নভেম্বর ২৫, ২০১৮

ফকির শহিদুল ইসলাম (খুলনা): মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতি হলো এতদাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন। স্টেশনারী ব্যবসায়ীগণ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এ সংগঠন জনকল্যাণমূলক কর্মকান্ডেও বিশেষ অবদান রাখছে যা অত্যন্ত প্রশংসনীয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর খালিশপুরস্থ মোংলা পোর্ট অডিটরিয়ামে সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সরকার কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র মোংলা-খুলনা-বেনাপোল রেলপথ নির্মাণ ইত্যাদি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ফলে ব্যবসা-বাণিজ্যের আরো সম্প্রসারণসহ দেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে। ঠিক যেনো পদ্মা সেতু আর দেশের উন্নয়ন এক সূত্রে গাঁথা।

সমিতির সভাপতি আলহাজ্ব শেখ মো. নুরুল হক কচি’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাসুদ আলী নীলু। অন্যান্যের মধ্যে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো. মোশাররফ হোসেন, মফিদুল ইসলাম টুটুল, জুবায়ের খান জবা, বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম খান, আনোয়ার হোসেন, এনাতুল কবির ডন, গুলজার আহমেদ, আলহাজ্ব মো. আব্দুস সাত্তার মাস্টার, ফরিদ আহমেদ, অধ্যাপক আজম খান, শেখ ইকবাল তুহিন, আব্দুর রব প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন।

This post has already been read 1673 times!