Thursday , May 1 2025

রাবি’তে ভেড়া পালন ও উৎপাদন বিষয়ে আলোচনা সভা

রাজশাহী সংবাদদাতা: কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস বিভাগের পরিচালনায় ”ভেলিডেশন অব গুড প্র্যাকটিসেস অন ফার্ম ল্যাম্ব প্রোডাকশন সিস্টেমস” প্রকল্পের ফোকাশ গ্রুপ ডিস্কাশন রাজশাহীর পবা উপজেলার বারনই মিনি সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পবা উপজেলার নির্বাহী অফিসার মো. জাহিদ নেওয়াজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. এস, এম কামরুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ও প্রকল্পের গবেষক, ড. মো. জালাল উদ্দিন সরদার।

প্রকল্পের গবেষক রা.বি. ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসার ড. মো. হেমায়েতুল ইসলাম এর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসাবে আলোচনা করেন, রা.বি. সহযোগী অধ্যাপক ও প্রকল্পের মূখ্য গবেষক ড. রাশিদা খাতুন।

অন্যান্য অতিথির মধ্যে রা.বি. গবেষক ড. মো. আখতারুল ইসলাম, ৪নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলে রেজবি আল হাসান মঞ্জিল, হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম বাচ্চু, শাহ কৃষি পাঠাগারের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, ভিএফএ, এআই টেকনিশিয়ান সহ ২৯ জন খামারী।

This post has already been read 4709 times!

Check Also

ডিজিজের প্যাটার্নে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, করোনার পূর্বে ও পরে ডিজিজের যে …