Friday , July 18 2025

ভূঞাপুরে কেঁচো সার বিষয়ক মাঠ দিবস

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২)’র আওতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় কৃষক পর্যায়ে কেচোঁ সার উৎপাদন ও বাজারজাতকরণের মাঠ দিবস ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ফলদা ইউনিয়নের ধুবলিয়া সিআইজি মহিলা দলে অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ধুবলিয়া সিআইজি মহিলা দলের সদস্যদের সহায়তায় কেচোঁ সার উৎপাদন ও বাজারজাতকরণ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ আবদুর রাজ্জাক, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু আদনান (পিপি), রওশন আলম (এইচএস) প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভূঞাপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাশেদুল হাসান।

মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক কতৃক উৎপাদিত ৮০ মন কেঁচো সার বাজারজাত করা হয়। প্রতি মন কেঁচো সার ৪শত টাকা দরে বিক্রি করা হচ্ছে।

This post has already been read 4299 times!

Check Also

জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া- পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা …