Thursday , September 18 2025

ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর উদ্যোগে দেশে উদ্যোক্তা তৈরি ও কর্মস্পৃহ মানবসম্পদ তৈরি শীর্ষক একটি সেমিনার মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স প্রোগ্রাম-এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভর্ণিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন, উদ্যোক্তা তৈরীর বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।

এতে ভারত থেকে এমটিসি গ্লোবালের সভাপতি প্রফেসর ড. ভোলানাথ দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে প্রফেসর ড. জাহেদা আহমদ এবং রেহানা পারভীন বক্তব্য রাখেন।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ মাষ্টার্স ইন এন্ট্রিপিউনারশীপ ইকনোমিক্স প্রোগ্রাম-এর উদ্যোগটির প্রশংসা করে বলেন, দেশে স্বয়ং সম্পূর্ণ মানব সম্পদ তৈরীর জন্য প্রোগ্রামটি নিবিড়ভাবে পরিচালিত হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

এতে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় মাষ্টার্স ইন ইকনোমিক্স (এন্ট্রিপিউনারশীপ প্রোগ্রাম) দ্বিতীয় বর্ষে আহবান করা যাচ্ছে।

This post has already been read 4482 times!

Check Also

ফরিদপুর জেলা কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  …