Thursday 25th of April 2024
Home / অন্যান্য / পবায় বিভিন্ন পোল্ট্রি খামারীদের সাথে ক্যাবের মতবিনিময় সভা

পবায় বিভিন্ন পোল্ট্রি খামারীদের সাথে ক্যাবের মতবিনিময় সভা

Published at আগস্ট ২৯, ২০১৮

নিজস্ব সংবাদাতা : রাজশাহীর পবা উপজেলায় কর্মরত ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর বাস্তবায়িত ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্পের উদ্যোগে পবা উপজেলার বিভিন্ন পোল্ট্রি খামারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার এম.আর.কে কলেজ হল রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইসমাইল হক।

এছাড়া অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় ক্যাবের মাঠ সমম্বয়কারী অমর ডিকস্টা, মাঠ কর্মকর্তা মহিদুল হাসান ও মোজাম্মেল হক প্রমূখ।

দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ক্যাব এর বাস্তবায়িত উক্ত প্রকল্পটি প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় উপজেলার সকল পোল্ট্রির খাবার বিক্রেতা, খামারী ও জীবন্ত পোল্ট্রি মুরগী বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিকল্পে কার্যক্রম পরিচালনা করছে।

This post has already been read 1852 times!