Saturday 25th of March 2023
Home / অন্যান্য / নকলায় ভুট্টা চাষের উপর মাঠ দিবস

নকলায় ভুট্টা চাষের উপর মাঠ দিবস

Published at এপ্রিল ২৪, ২০১৮

মো. স্বপন আহমেদ, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়িত ভূট্রা প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পাইস্কা গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক মো. লিয়াকত আলী খান দুলালের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন। এছাড়াও অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর প্রমুখ। এ সময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

This post has already been read 1249 times!