Friday 19th of April 2024
Home / অন্যান্য / নকলায় বিনামূল্যে মুগের বীজ ও রাসায়নিক সার বিতরণ

নকলায় বিনামূল্যে মুগের বীজ ও রাসায়নিক সার বিতরণ

Published at ফেব্রুয়ারি ২৬, ২০১৮

নকলা (শেরপুর প্রতিনিধি): কৃষি প্রনোদনা কর্মসূচী ২০১৭-১৮ অর্থ বছরের আওতায়  সোমবার (২৬ ফেব্রুয়ারি) শেরপুরের নকলা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ শত কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার বাস্তবায়ন উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এসব বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মন্নাফ খাঁ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির জানান, উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক ১শ কৃষকদের কৃষি বীজ, ১৫ কেজি করে এমওপি ও ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

This post has already been read 2066 times!