Saturday , July 12 2025

বাকৃবিতে অফিসার পরিষদের নয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম (বাকৃবি) :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের ২০১৮ সালের নয়া কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, অভিষেক অনুষ্ঠানে অফিসার পরিষদের সভাপতি আরীফ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দীন উপস্থিত ছিলেন।

অফিসার পরিষদের নবগঠিত বার্ষিক কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে আরীফ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মাহবুবুর রহমান, সহ-সভাপতি পদে মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মো. জিয়াউল হাসান টিটু, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আমান-উদ-দৌলা খান, দফতর ও প্রচার সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ.শ.ম মঞ্জুরল কবির, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে আসিফ মাহমুদ, মহিলা সম্পাদক পদে মাকসুদা পারভিন নির্বাচিত হন। এছাড়াও বার্ষিক কার্যনির্বাহী কমিটিতে ছয়জন সদস্য রয়েছে।

This post has already been read 4208 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …