Tuesday , September 16 2025

খুলনায় ১২শ’ কেজি জাটকা জব্দ : ৪জনকে জরিমানা

ফকির শহিদুল ইসলাম (খুলনা): খুলনার রূপসা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১২ শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসন। কোস্ট গার্ড ও রূপসা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এর তত্ত্বাবধানে রূপসা উপজেলাধীন রূপসা ব্রীজ সংলগ্ন এলাকায় বুধবার মধ্যরাতে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ৫৩টি ককসিটে মোড়ানো কার্টুনে আনুমানিক ৩২শ’ কেজি ইলিশ মাছের মধ্যে প্রায় ১২ শত কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা খুলনা মহানগরী ও রূপসা উপজেলার এতিমখানা, সমাজসেবা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এছাড়া ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত হয়।

This post has already been read 4711 times!

Check Also

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সিলেট সংবাদদাতা : টাঙ্গুয়ার হাওরের গুরুত্ব তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, …