মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রবিবার সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক ডা. হেমায়েতুল ইসলাম এর স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে সোসাইটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতি জানানো হয়, ছায়েদুল হকের মৃত্যুতে দেশের প্রানিসম্পদ অঙ্গনে বিরাট শূন্যতার সৃষ্টি হলো। দেশ ও জাতির কল্যাণে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শোকসন্ত্রস্ত পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ হতে সমবেদনা জানাই। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কমনা করি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে বিএলএস’র শোকবার্তা
Published at ডিসেম্বর ১৭, ২০১৭