শুক্রবার , জানুয়ারি ১৭ ২০২৫

বিএফআরআই বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০১৭-১৮ শীর্ষক কর্মশালা

received_1353363188119672নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০১৭-১৮ শীর্ষক দিন ব্যাপী কর্মশালা মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকাস্থ বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ, এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো: মাকসুদুল হাসান খান। অনুষ্ঠানে সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। অতিথি হিসেবে মঞ্চে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) ড. নজরুল আনোয়ার এবং বিএফডিসি চেয়ারম্যান জনাব দিলদার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। কর্মশালায় ২০১৭-১৮ অর্থবছরে পরিচালিত মোট ৫০টি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। কর্মশালায় বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা ও মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 5629 times!

Check Also

ভূমি সেবা প্রদানে স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, ডিজিটাল ভূমিসেবায় দায়িত্ব প্রাপ্তরা সেবা …