Thursday , May 1 2025

রোহিঙ্গাদের পাশে আহসান গ্রুপ

FB_IMG_1505747805812_1বাংলা‌দে‌শের অন্যতম শিল্প প্র‌তিষ্ঠান আহসান গ্রু‌পের সকল কর্মকর্তাবৃন্দ রো‌হিঙ্গা মুসলমান‌দের সহায়তায় বেত‌নের এক‌দি‌নের সমমূ‌ল্যের অর্থ সহায়তা প্রদান ক‌রে‌ছেন। আহসান গ্রুপ এর সা‌থে আ‌রো ১৫ টন চাউল, ৫ টন আটা, ২ টন চিড়া, ৫০০ কে‌জি চি‌নি, ৫০০ কে‌জি লবণ, ২৫০ কে‌জি দুধ ও ১০ হাজার বোতল মিনা‌রেল ওয়াটার সহায়তা দেয়। সোমবার (১৮ সে‌প্টেম্বর) প্র‌তিষ্ঠা‌নটির কর্মকর্তাবৃন্দ আহসান গ্রু‌পের চেয়ারম্যান মো. শহীদুল আহসান এর কা‌ছে এসব সহায়তা হস্তান্তর ক‌রেন।

This post has already been read 7118 times!

Check Also

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদীয় আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ২৭ তম …