Friday , September 19 2025

দেশে প্রথমবারের মতো ছাগল ও ভেড়ার কিউ ফিভার রোগ নির্ণয় করলেন ড. আরিফ

20992791_1669399076426801_1951317624891163844_nবরেন্দ্র অঞ্চলের ছাগল ও ভেড়ার প্রজনন সংক্রান্ত রোগ যা মানুষেও সংক্রমিত হয় -এই ধরনের তিনটি অত্যন্ত প্রয়োজনীয় রোগ ব্রুসেলা, টক্সেপ্লাজমা ও কক্সিলার উপস্থিতি এবং এর সঙ্গে প্রাণির খাদ্য, বাসস্থান পরিবেশ ইত্যাদি ফ্যাক্টর এর সম্পর্ক নির্ণয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের নারিকেলবায়স্থ ক্যাম্পাসের ডেপুটি চীফ ভেটেরিনারিয়ান ও গবেষক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। তিনি একাধারে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক, এক বিশ্ব এক স্বাস্থের আজীবন সদস্য, বাংলাদেশ বায়োডাইভার সিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি, বাংলাদেশ লাইভস্টক জার্নালের যুগ্ম সম্পাদক সহ দেশি-বিদেশি আরো অনেক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তিনি ইতিপূর্বে ভারতের দিল্লী কলকাতায় পরিবেশ কংগ্রেসে মালয়েশিয়ার ভেটেরিনারি কংগ্রেসে, ফিলিপাইন ও থাইল্যান্ডের ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি এসোসিয়েশনের আন্তর্জাতিক কনফারেন্সে তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে দেশের সঙ্গে বহির্বিশ্বের আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করেছেন। তিনি এ যাবত দেশ-বিদেশ মিলে প্রায় ২৫টি কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন ও প্রায় ২০টি সম্পূর্ণ প্রবন্ধে তাঁর স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশে প্রথম গবেষক যিনি ছাগল ও ভেড়ায় কক্সিলেলা বা কিউ ফিভার রোগের উপস্থিতি নির্ণয় করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব বায়োলোজিক্যাল সায়েন্সেস ও নিবন্ধিত ফেলো। তাঁর পিএইডি গবেষণার শিরোনাম ছিল “Epidemeological Investigation of Brucellosis, Toxoplasmosis and Coxiellosis Associated with Reproductive Disorders in Small Ruminants”.  তাঁর সুপারভাইজার ছিলেন রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস এর প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং কো সুপারভাইজার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মো: সিদ্দিকুর রহমান।

  • সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 5970 times!

Check Also

ডেইরি উন্নয়ন বোর্ড গঠন, সেপ্টেম্বর থেকে আইন কার্যকর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দুধ শিল্পের টেকসই উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সরকার ডেইরি …