Thursday 30th of March 2023
Home / সোনালী আঁশ / জাতীয় শোক দিবস উপলক্ষে বিজেএমসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজেএমসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Published at আগস্ট ১৭, ২০১৭

bjmcজাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিজেএমসি’র সম্মেলন কক্ষে সকাল ১২.০০ টায় বিজেএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। বিজেএমসি’র পরিচালক, সচিব, উপদেষ্টা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা করা হয় বঙ্গবন্ধুর দেশপ্রেম, আত্মত্যাগ এবং কর্মময় জীবন নিয়ে। এ সময় উপস্থিত সকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

– প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 2553 times!