Sunday 7th of August 2022
Home / অন্যান্য / সিকৃবিতে জাতীয় শোক দিবস পালন

সিকৃবিতে জাতীয় শোক দিবস পালন

Published at আগস্ট ১৫, ২০১৭

received_1981336708816607গোলাম মর্তুজা সেলিম, সিকৃবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ এক শোক র ্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পস্তস্তবক অর্পন করা হয়। জাতীয় শোক দিবস উদযাপন কমিটি এটি পালনে ভূমিকা রাখেন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ গোলাম শাহি রসুল, রেজিস্ট্রার জনাব বদরুল ইসলাম, ছাত্র পরামর্শক প্রফেসর ডঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ডঃ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সহ সকল অনুষদের ডীন, বিভাগসমূহের শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী। এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাহফিরাত কামনা করা হয়। র ্যালী শেষে ভিসির নেতৃত্বে বজ্ঞবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পন করা হয়।

This post has already been read 2276 times!