Friday 19th of April 2024
Home / অন্যান্য / শোক দিবস উপলক্ষে সিকৃবি ছাত্র লীগের রক্তদান কর্মসূচি

শোক দিবস উপলক্ষে সিকৃবি ছাত্র লীগের রক্তদান কর্মসূচি

Published at আগস্ট ১০, ২০১৭

সিকৃবি প্রতিনিধি : ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আজ রক্ত দান কর্মসূচি পালন করে রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক মতিয়ার রহমান হাওলাদার, কৃষি ব্যাংকিয়ের অধ্যাপক জীবন কৃষ্ণ সাহা, শাখা সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক হৃত্তিক দেব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মি।

received_1978272802456331_1শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেরা রক্ত দানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। রক্তদান কর্মসূচিতে বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। কর্মসূচি বাস্তবায়নে বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করে। দিন শেষে প্রায় ৩০ ব্যাগের মত রক্ত কালেকশন হয়। এ বিষয়ে শাখা সেক্রটারি হৃত্তিক দেব বলেন,আগস্ট মাস শোকের মাস,শোক থেকে শক্তি সঞ্চারন করতে এই আয়োজন। রক্তদান কর্মসূচি সাধারন ছাত্রদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই কর্মসূচি দেখে উদ্বুদ্ধ হয়ে আজ অনেকে জীবনের ১ম বার রক্ত দান করেছে। এ রকমএকজনরছাত্রী ফারিহা ইসলাম জানান, এমন কর্মসূচি প্রশংসার দাবিদার। এটা যেন গোটা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়।

This post has already been read 3694 times!