Thursday 30th of March 2023
Home / অন্যান্য / শেকৃবি এলামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা

শেকৃবি এলামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা

Published at জুলাই ৩০, ২০১৭

sekribi alamniশেকৃবি সংবাদদাতা:  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদকে সভাপতি এবং যুগ্ম সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) এলামনাই এসোসিয়েশনের জন্য গঠিত প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এ তথ্য জানা গেছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি- কৃষিবিদ মো. নজরুল ইসলাম, সহ সভাপতি- কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ , কৃষিবিদ ড. মো. সাইদুর রহমান সেলিম, কৃষিবিদ এম এম মিজানুর রহমান ,যুগ্ম সাধারণ সম্পাদক-কৃষিবিদ ড. জি এম ফারুক ডন ,কৃষিবিদ প্রফেসর ড. এম সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, কোষাধাক্ষ্য- কৃষিবিদ এম আমিনুল ইসলাম , যুগ্ম-কোষাধাক্ষ্যঃ কৃষিবিদ ড. মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক – কৃষিবিদ কাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক – কৃষিবিদ মোফাজ্জল হোসেন, আন্তর্জাতিক সেমিনার ও গবেষণা সম্পাদক- কৃষিবিদ ড. মো. তাসদিকুর রহমান সনেট, প্রচার ও প্রকাশনা সম্পাদক- কৃষিবিদ মো. সাইফুল ইসলাম মুন্না,সমাজ কল্যান সম্পাদক- কৃষিবিদ এ কে এম ইউসুফ হারুন, ক্রীড়া সম্পাদক-কৃষিবিদ এ এস এম হোসাইন আল ফারুক, দপ্তর সম্পাদক-কৃষিবিদ প্রফেসর ড. ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক-কৃষিবিদ অায়শা আখতার আখি নির্বাহী সদস্যঃ কৃষিবিদ প্রফেসর মো. শাদাত উল্লা, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, কৃষিবিদ এ এম এম সালেহ ,কৃষিবিদ ড. ভাগ্য রানী বনিক ,কৃষিবিদ মো. মাহমুদ হোসেন, কৃষিবিদ ড মো. হারুন অর রশিদ বিশ্বাস, কৃষিবিদ আনোয়ারুনবী বাবলা, কৃষিবিদ মো. হাবিবুর রহমান, কৃষিবিদ ড. মো. হযরত আলী, কৃষিবিদ মো. নুরুল ইসলাম, কৃষিবিদ মো. আমিরুল বারী মিরু, কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স, কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ মো. মাহফুজুল হক রিন্টু, কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ন, কৃষিবিদ এ কে এম মাহবুবুর রহমান জোয়াদ্দার, কৃষিবিদ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

This post has already been read 3683 times!