Tuesday 21st of March 2023
Home / প্রাণিসম্পদ / চর্বি ছাড়া গরুর মাংস!

চর্বি ছাড়া গরুর মাংস!

Published at জুলাই ৯, ২০১৭

প্রাণিসম্পদ ডেস্ক : স্বাস্থ্য সচেতন অনেক মানুষ মুটিয়ে যাওয়ার ভয়ে গরুর মাংস খাননা। কারণ গরুর মাংসে চর্বির পরিমাণ বেশি। কিন্তু চর্বি ছাড়াও গরুর মাংস পাওয়া সম্ভব।

11980_12চর্বি ছাড়া গরুর মাংস, ভাবছেন এটিও সম্ভব। জ্বি হ্যা,গরুর শরীরের ২টি অংশ আছে যাতে পাবেন চর্বি ছাড়া মাংস। অবাক করার মতো বিষয় হলো গরুর শরীরের এই দুই অংশে চর্বির পরিমাণ চামড়া ছাড়ানো মুরগির থানের মাংসের চেয়েও কম থাকে। এই ২টি অংশ হলো- round এবং loin/sirloin অঞ্চল (ছবিতে দেখুন), এই অংশ গুলোতে অভ্যন্তরীন চর্বির পরিমাণ সর্বনিম্ন ৪.২ গ্রাম থেকে সর্বোচ্চ ৮.২ গ্রাম যেখানে মুরগীর থানের মাংসে অভ্যন্তরীন চর্বির পরিমাণ ৯.২ গ্রাম। তবে হ্যা, এই তুলনাটা হবে যখন আপনি মাংস থেকে দৃশ্যমান চর্বি আলাদা করে কেটে ফেলে দিবেন।

This post has already been read 3034 times!