Monday , June 30 2025

বরগুনার আমতলীতে বারি সোলার পাম্পের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বারি সোলার পাম্পভিত্তিক সোলার হোম সিস্টেমের ওপর মাঠ দিবস বুধবার (৭ অক্টোবর) বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়। গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আয়ুব হোসেন।তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর ৮০ কোটি টাকার ডিজেল সেচ কাজে ব্যয় হয়। এর পুরো অংশই বিদেশ নির্ভর। যদি সোলার পাম্প ব্যবহার করা হয়।তাহলে কোনো চালনা খরচ ছাড়াই ২০ বছর পর্যন্ত  সেচের পানি পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা সামসুল আলম কমার, এসও মো. আতাউর রহমান, সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, কৃষক নুরুল ইসলাম, শাহজাহান হাওলাদার, গোলাম রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 4808 times!

Check Also

বারি’র “জাতীয় পরিবেশ পদক” অর্জন

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর “জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে। পরিবেশ বিষয়ক …