Friday , July 11 2025

বাকৃবিতে পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক একটি প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রায় ৪০ জন সদস্য।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান শিপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের আর.এস.এল. অধ্যাপক ড. শায়লা সারমিন, জি.আর.এস.এল. ড. জহিরুল আলম এবং আনন্দ মোহন কলেজের সাবেক এসআরএম রোভার খোকন মিয়া।

কর্মশালায় বক্তারা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস) ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (সিডিআরএস) অর্জনের জন্য প্রয়োজনীয় ধাপ, কৌশল ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা অংশগ্রহণকারী রোভারদের আগ্রহ ও প্রতিশ্রুতিকে উৎসাহিত করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, গত ৭-৮ মাস ধরে আমি রোভারদের সঙ্গে কাজ করছি। তারা আমাদের নানাভাবে সহায়তা করেছে। ভর্তি পরীক্ষার মতো চাপের সময় তারা যেভাবে দায়িত্ব পালন করেছে, তা প্রশংসনীয়। তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, গত কয়েক বছরে ছেলেরা অ্যাওয়ার্ড অর্জনে এগিয়ে ছিল। তবে মেয়েদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল। আমরা আশা করি ভবিষ্যতে মেয়েরা আরও এগিয়ে আসবে। ইতোমধ্যে বাকৃবি থেকে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ পিআরএস অর্জিত হয়েছে। রোভাররা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। আমরা আশাবাদী, সামনে তারা আরও ভালো কিছু করবে।

This post has already been read 51 times!

Check Also

বাকৃবিতে চাকরির আবেদন এখন থেকে অনলাইনে

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চাকরিপ্রার্থীদের আবেদন প্রক্রিয়া এখন থেকে অনলাইনে পরিচালিত হবে। সোমবার …