📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

মো. জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল-এর আয়োজনে বিভাগীয় মাসিক সভা আজ (৭ মে) অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।

সভা শুরুর আগে তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে স্বাগত জানান এবং গত সভার সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, “সিলেট অঞ্চল কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে অনাবাদি ও পতিত জমি এবং টিলা অঞ্চলকে চাষের আওতায় আনা সম্ভব।” এছাড়া শস্য নিবিড়তা ও বৈচিত্র্য বৃদ্ধি, সেচ ও সার ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

চলতি খরিফ-১ মৌসুমের ফসল আবাদ, লক্ষ্যমাত্রা ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট; কৃষিবিদ মো. আকতারুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ; কৃষিবিদ মো. উমর ফারুক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; কৃষিবিদ মো. জালাল, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার; এবং কৃষিবিদ ড. মোছা: কহিনূর বেগম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সিলেট।

সভায় আরও অংশগ্রহণ করেন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ, যার মধ্যে ছিল কৃষি তথ্য সার্ভিস (এআইএস), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), কৃষি বিপণন অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি (বীজ ও সার), সেচ বিভাগ এবং সিলেট অঞ্চলের চলমান বিভিন্ন কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসারগণ।

সভাটি সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নে গতি আনার পাশাপাশি বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয় করার গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন