Thursday , May 1 2025

কৃষিবিদদের অধিকার রক্ষায় বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ডিগ্রিধারী কৃষিবিদদের অধিকার রক্ষা ও চলমান বৈষম্য নিরসনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষার্থীরা ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ এর ব্যানারে কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি উপাচার্যের বাসভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের আমতলায় এসে শেষ হয়। বিক্ষোভে কৃষি অনুষদের বিভিন্ন বর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে বেশ কয়েকটিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন এবং এসব দাবির তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আজ কেন আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামতে হচ্ছে? ডিপ্লোমাধারীরা ২০২৪ সালের পরও সংরক্ষিত আসনের দাবি করছেন, যা অনৈতিক। তারা কোথা থেকে খামারবাড়ি দখলের মতো সাহস পায়? সরকারের প্রতি আহ্বান, এই ধরনের বিভ্রান্তিকর দাবি ও বিশৃঙ্খল পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়।

অন্য একজন স্নাতকোত্তর শিক্ষার্থী বলেন, পদোন্নতির নামে ৯ম গ্রেডের চাকরির সুযোগ নিয়ে ডিপ্লোমাধারীরা যে দাবি তুলেছে, তা শুধু অযৌক্তিকই নয়, বরং একপ্রকার অবৈধ। আমরা এসএসসি ও এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ অর্জন করে ভর্তি যুদ্ধে অংশ নিই এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। অনার্স শেষে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ৯ম গ্রেডে গেজেটেড হতে হয়। অথচ সেই ত্যাগ-তিতিক্ষা ও যোগ্যতাকে উপেক্ষা করে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডের দাবি করা একেবারেই হাস্যকর ও অগ্রহণযোগ্য।

সমাবেশে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, কৃষি গ্র্যাজুয়েটদের যে সম্মান ও মর্যাদা, তা ডিপ্লোমাধারীদের দাবির সঙ্গে একত্রিত করলে দেশের কৃষিবিদদের পেশাগত অবস্থান ক্ষুন্ন হবে। আমি মনে করি, যার যেমন যোগ্যতা ও মেধা, তাকে সেই অনুযায়ী সম্মান দেওয়া উচিত। অন্যথায়, এতে দেশের কৃষি খাতের সামগ্রিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপির বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিএসসি কৃষিবিদদের ৬ দফা দাবি অত্যন্ত যৌক্তিক। আমি এই দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। কৃষিবিদদের ন্যায্য অধিকারের পক্ষে আমি সবসময় আছি।

This post has already been read 99 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …