Tuesday , September 16 2025

ময়মনসিংহে বাংলাদেশ ফিশারীজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (BFEA)-এর নতুন কমিটি অনুমোদন

ময়মনসিংহ সংবাদদাতা : বাংলাদেশ ফিশারীজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ)-এর অন্যতম শক্তিশালী শাখা ময়মনসিংহ কমিটির নতুন ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনটি আরও একধাপ এগিয়ে গেলো সাংগঠনিক শক্তি ও গতিশীলতায়।

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী, সম্পাদক মণ্ডলী এবং সক্রিয় সদস্যদের প্রতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রত্যাশা—তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার বাস্তবায়নে কাজ করবেন এবং আগামী দিনে সংগঠনের যেকোনো সাংগঠনিক প্রয়োজনে কার্যকর ভূমিকা পালন করবেন।

অনুমোদন অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক মহোদয় বলেন, “একটি সুন্দর ও শক্তিশালী সাংগঠনিক কমিটি অনুমোদন করা হলো, যা ভবিষ্যতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বড় শক্তির উৎস হিসেবে কাজ করবে।” সদস্য সচিবও একই অনুভূতি প্রকাশ করে জানান, এই অনুমোদন সংগঠনের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এসময় যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফজলে রাব্বি নবগঠিত কমিটি নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের পক্ষ থেকে নতুন কমিটির প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। এসোসিয়েশনের প্রত্যাশা, ময়মনসিংহ কমিটি দৃঢ় প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

This post has already been read 3 times!

Check Also

BASAVA’র আয়োজনে রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য ও রোগ নির্ণয়ে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA)-এর আয়োজনে এবং নাভানা ফার্মার পৃষ্ঠপোষকতায় আজ শনিবার …